বিবাহের পাত্র-পাত্রী সন্ধানের পরিষেবা

দেশে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশীরা বিভিন্ন কারণে তাদের সন্তানদের বিবাহের জন্য বিল্ডার্স হোম ম্য।নেজমেন্টের ম্যাচমেকিং সেবা ব্যবহার করতে পারেন।

 

আমাদের সার্ভিস কেন গ্রহন করবেন?

দেশে এবং বিদেশে বসবাসরত অনেক বাংলাদেশি পরিবার তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণের ওপর জোর দেয়। তারা এই মূল্যবোধ এবং রীতিনীতি গুলি ভাগ করে এমন অংশীদারদের খুঁজে পেতে আমাদের ম্যাচমেকিং সার্ভিস চাইতে পারেন যেটি নিশ্চিত করে যে তাদের বাচ্চাদের বিয়ে তাদের সাংস্কৃতিক এবং ধর্মীয় পটভূমির সাথে সামঞ্জস্যপূর্ণ।

 

 ম্যাচমেকিং পরিষেবা গুলি সম্ভাব্য ম্যাচগুলির প্রাক-স্ক্রিনিং এবং উপযুক্ত প্রার্থীদের উপস্থাপন করে সময় এবং শ্রম বাঁচাতে পারে। এটি বিশেষ করে অভিভাবকদের জন্য মূল্যবান হতে পারে যারা তাদের সন্তানদের অন্যান্য দায়িত্বগুলি পরিচালনা করার সময় উপযুক্ত অংশীদার খুঁজে পান তা নিশ্চিত করতে চান।

 

আমাদের প্রধান বৈশিষ্ট্য কি?

 

আমাদের এই পরিষেবা দেশে বিদ্যমান ঘটক বলে ঘোষিত সেইসব সব কোম্পানীর পরিসেবা থেকে ভিন্ন এই কারনে যেঃ

 

১। আমরা পাত্র-পাত্রীর বায়োডাটা গ্রহন করেই আমাদের কার্য প্রণালী শুরু করি। কোন আগাম কোন ফী বা কোন চার্জ প্রদান করা লাগে না।

 

২। পাত্র পাত্রীর বিভিন্ন যোগ্যতা মৌখিক ভাবে আলোচনা করার পর উভয় পক্ষের সম্মতিক্রমে ছবি বা বায়োডাটা

আদান প্রদান করার ব্যবস্থা করে থাকি। ঢালাও ভাবে যে কাউকে তথ্য প্রদান করা হয় না।

 

৩। পাত্র পাত্রীর সব তথ্য অতি গোপনীয়তা ভাবে রক্ষা করা হয়। পরিশেষে বিবাহের পর অথবা বায়োডাটা গ্রহনেরএক বছর পার হবার পর তা এমনি ধ্বংস করা হয়ে থাকে। এর ফলে অন্য কারো কাছে এই সব তথ্য চলে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।

 

কোথায় বায়োডাটা পাঠাতে হবেঃ

যারা আমাদের এই পরিষেবা পেতে আগ্রহী তারা নিশিন্তে আপনার পাত্র-পাত্রীর বায়োডাটা আমাদের কাছে প্রেরন করতে পারেন আমাদের কোম্পানির whatsapp number +8801714178311 অথবা ইমেইল করতে পারেন ykb@asia.com

 

 

আমাদের সার্ভিস চার্জ:

কেবল মাত্র আমাদের মাধ্যমে পাত্র-পাত্রীর বিবাহ নির্দিষ্ট হলে আমাদের চার্জ ৫০০ USD (পঞ্চাশ ইউ এস ডলার) যেটা পাত্র পাত্রীর যে কোন এক পক্ষ বা উভয়ে এক সাথে মিলে তা প্রদান করতে পারেন। এই চার্জের এক উল্লেখ যোগ্য অংশ আমরা পাত্র পাত্রীর সংসার জীবনের মঙ্গল কামনা করে একটা বিশেষ ছাড় প্রদান করে থাকি। এই ব্যাপারটি যাতে কোন পক্ষের কষ্টের কারন না হয় ,সেই ব্যাপারে বিশেষভাবে নজর রাখা হয়।

 

বর্তমান যুগে বাংলাদেশিরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন বৈধ ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখে শান্তিতে থাকে ,সেই ব্যাপারে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

 - 
Arabic
 - 
ar
Bengali
 - 
bn
German
 - 
de
English
 - 
en
French
 - 
fr
Hindi
 - 
hi
Indonesian
 - 
id
Portuguese
 - 
pt
Russian
 - 
ru
Spanish
 - 
es